কুমিল্লা ময়নামতি সার্ভে (আমিন) টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কেঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কোড নং- ৬৫১৩৬- ময়নামতি, কুমিল্লা
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কোড নং- ২৩২০৫- সদর, রাজশাহী
বেসরকারি রেজিঃ নং- ৩১১০৫ ,
কুমিল্লা ময়নামতি সার্ভে (আমিন) টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটি সুনামধন্য ঐতিহ্যবাহী আমিন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৫০ বছরেও অধিক সময় ধরে সমগ্র বাংলাদেশে ভ্র্যাম্যমান ট্রেনিং কোর্স ৩/৬ মাস মেয়াদে বেসরকারি ভাবে পরিচালনা করে আসছে। অত্র ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম গঞ্জে আমিন/সার্ভেয়ার পেশার মাধ্যমে এক বিশাল জনগোষ্টির কর্মসংস্থান গড়ে তুলেছে।
তারি সাথে সর্বসাধারনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে। সময়ের সাথে ও সময়ের দাবি পুরনের লক্ষে দীর্ঘদিন ধরে বেসরকারি ভাবে পরিচালনা করার পর ছাত্রছাত্রীদের দাবীর পরিপ্রেক্ষিতে এবং সরকারী চাকরীর চাহিদা পুরনের লক্ষে অত্র প্রতিষ্ঠান কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১২ বছর ধরে কাজ করছে।
কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর ৯ম পরিচালক জনাব মোঃ মাসুদ আলম প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন। তার হাত ধরে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে।
আমাদের আমিনশীপ কোর্সের বৈশিষ্ট (কারিগরি বোর্ডের অধীনে)
- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস গ্রহন
- সারেজমিনে মাঠ প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষাদান
- সব রকমের আমিনশীপ কার্যক্রমের উপর আলাদা ক্লাসের ব্যবস্থা
- আমিনশীপে ব্যবহৃত সকল রকম যন্ত্রপাতির ব্যবহার শিক্ষাদান
- কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি সনদ প্রদান
আমাদের আমিনশীপ কোর্সের বৈশিষ্ট (বেসরকারি)
- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস গ্রহন
- সারেজমিনে মাঠ প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষাদান
- সব রকমের আমিনশীপ কার্যক্রমের উপর আলাদা ক্লাসের ব্যবস্থা
- আমিনশীপে ব্যবহৃত সকল রকম যন্ত্রপাতির ব্যবহার শিক্ষাদান
- কোর্স শেষে ময়নামতি সার্ভে ইনস্টিটিউট কর্তৃক বেসরকারি সনদ প্রদান
সরকারি কোর্সের নিয়মাবলীঃ
- এই কোর্স কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট শাখা ও রাজশাহী শাখার জন্য প্রযোজ্য
- ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর
- ৩ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর
- প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা (৩ ঘন্টা) ক্লাস হবে
- কোর্স শেষে আমিনশীপ পরীক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বছরে ৪ বার অনুষ্ঠিত হয়ে থাকে।
বেসরকারি কোর্সের নিয়মাবলীঃ
- এই কোর্স সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠানের নিয়োগকৃত প্রশিক্ষকমণ্ডলী দ্বারা ভ্র্যামমান কোর্স হিসেবে পরিচালিত হয়।
- সমগ্র বাংলাদেশে একই নিয়মে কুমিল্লা ময়নামত প্রধান শাখার আওতায় বেসরকারিভাবে ক্লাস পরিচালিত হয়
- ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর
- ৩ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর
- কোর্স শেষে আমিনশীপ পরীক্ষা নিয়ে বেসরকারি সনদ প্রদান করা হয়