প্রতিষ্ঠান সম্পর্কে
কুমিল্লা ময়নামতি সার্ভে (আমিন) টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটি সুনামধন্য ঐতিহ্যবাহী আমিন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৫০ বছরেও অধিক সময় ধরে সমগ্র বাংলাদেশে ভ্র্যাম্যমান ট্রেনিং কোর্স ৩/৬ মাস মেয়াদে বেসরকারি ভাবে পরিচালনা করে আসছে। অত্র ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম গঞ্জে আমিন/সার্ভেয়ার পেশার মাধ্যমে এক বিশাল জনগোষ্টির কর্মসংস্থান গড়ে তুলেছে।
তারি সাথে সর্বসাধারনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে। সময়ের সাথে ও সময়ের দাবি পুরনের লক্ষে দীর্ঘদিন ধরে বেসরকারি ভাবে পরিচালনা করার পর ছাত্রছাত্রীদের দাবীর পরিপ্রেক্ষিতে এবং সরকারী চাকরীর চাহিদা পুরনের লক্ষে অত্র প্রতিষ্ঠান কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১২ বছর ধরে কাজ করছে।
কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর ৯ম পরিচালক জনাব মোঃ মাসুদ আলম প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন। তার হাত ধরে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে।
প্রধান প্রশিক্ষক ও পরিচালক
মোঃ মাসুদ আলম
পরিচালক এবং প্রধান প্রশিক্ষক
কুমিল্লা ময়নামত সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
ময়নামতি, কুমিল্লা – ৩৫০০
ফোনঃ 01652364547863
প্রশিক্ষক আঙ্গীনা
মানিক দত্ত
সার্ভে ইনস্ট্রাক্টর
01718465111
কামরুল হাসান
সার্ভে ইনস্ট্রাক্টর
01734621035
আপাজ উদ্দিন
সার্ভে ইনস্ট্রাক্টর
01714270423
সাধন কুমার পাল
সার্ভে ইনস্ট্রাক্টর
–
রুবেল হাওলাদার
সার্ভে ইনস্ট্রাক্টর
–
অজয় হালদার
সার্ভে ইনস্ট্রাক্টর
–
সৈকত
সার্ভে ইনস্ট্রাক্টর
01777152760
মোঃ আবু হানিফ
সার্ভে ইনস্ট্রাক্টর
01724269464
মোঃ ছানাউল্লাহ হাসান
সার্ভে ইনস্ট্রাক্টর
01923498950
এডভোকেট তারা
সার্ভে ইনস্ট্রাক্টর
01714547842